হোম > ছাপা সংস্করণ

পরীক্ষা দিতে না পেরে থানায় অভিযোগ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে এসএসসি পরীক্ষায় অংশ নিতে না পেরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছে এক শিক্ষার্থী। গতকাল বৃহস্পতিবার দুপুরে টঙ্গীর সাতাইশ এলাকার মেধা বিকাশ আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের বিরুদ্ধে এ অভিযোগ করেন শিক্ষার্থী নোমান।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১ জুলাই এসএসসি পরীক্ষার ফরম পূরণ করতে প্রধান শিক্ষকের কাছে সাত হাজার টাকা দেয় নোমান। ফরম পূরণ করার পর ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রবেশপত্র পেলেও নোমান প্রবেশপত্র পায়নি। পরীক্ষার আগের দিন প্রবেশপত্র পেয়ে যাবে বলে নোমানকে আশ্বাস দেন প্রধান শিক্ষক। পরবর্তীতে পরীক্ষার প্রথম দিন সকালে সে জানতে পারে তার ফরম পূরণ করা হয়নি।

নোমান বলে, তার বাবা-মা ভোলায় থাকেন। সে টঙ্গীর উত্তর আউচপাড়া এলাকায় একটি মেসে থেকে চাকরির পাশাপাশি লেখাপড়া করে। আগে গাজীপুরা এলাকার একটি মাদ্রাসায় পড়ত সে। পরে এক বছর বিরতি দিয়ে মেধা বিকাশ আইডিয়াল স্কুলে অষ্টম শ্রেণিতে ভর্তি হয়।

অভিযুক্ত প্রধান প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, ‘নোমানের ফরম পূরণ করতে ভুলে গিয়েছিলাম। নোমানের সঙ্গে কথা বলেছি। ভবিষ্যতে আবারও পরীক্ষা দেওয়ার জন্য তাকে বলেছি।’ আগামী বছর স্কুল ও ফরম পূরণের যাবতীয় ব্যয় তিনি বহন করবেন বলে জানান।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, ‘অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

গাজীপুর জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা বলেন, ‘এ বিষয়ে আমাকে কেউ জানায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ