বাবুগঞ্জে পত্রিকা হকার বাকপ্রতিবন্ধী মিলন (৩০) নিখোঁজ হওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার বিকেলে তিনি নিখোঁজ হয়েছেন। তিন দিনেও তার সন্ধান মেলেনি। নিখোঁজ মিলন উপজেলার রহমতপুর ইউনিয়নের খানপুরা গ্রামের মৃত ফজলুর হাওলাদারের ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকেলে মিলন বাসা থেকে বের হন। তারপর আর বাসায় ফেরেননি। গত শনিবার বিকেলে মিলনের মা বিমানবন্দর থানায় অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করেছে পুলিশ।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ চন্দ্র হালদার জানান, এ ঘটনায় নিখোঁজ মিলনের মা শনিবার বিকেলে থানায় অভিযোগ দায়ের করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করা হয়েছে। আটককৃত শুভ দেওয়ান নারায়ণগঞ্জ জেলার ফেরাজীকান্দি গ্রামের এবং স্বপন শিকদার বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের ক্ষুদ্রকাঠী গ্রামের বাসিন্দা। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।