হোম > ছাপা সংস্করণ

পানছড়ি হাসপাতালের সড়ক বেহাল

পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সড়কটি অনেক দিন ধরেই নাজুক অবস্থায় আছে। রোগী আনায় দুর্ভোগ ছাড়াও প্রায়ই ঘটছে দুর্ঘটনা—এমনটিই জানিয়েছেন ভুক্তভোগীরা।

সরেজমিন দেখা যায়, উপজেলার একমাত্র স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার মূল সড়ক থেকে দুটি প্রবেশপথ রয়েছে। তবে দুটো সড়কই ভাঙাচোরা।

ভুক্তভোগী লতিবান এলাকার সত্যপ্রিয় চাকমা, কলাবাগানের আবুল কাশেম, পাইয়্যংপাড়ার শিবু জয় ত্রিপুরা জানান, মূল সড়ক থেকে দুটো রাস্তায় হাসপাতালে রোগী নিয়ে যাওয়া যায়। অথচ এ দুই রাস্তাই খারাপ। ভাঙা সড়কের কারণে প্রতি নিয়ত দুর্ঘটনা ঘটছে। গতকাল সোমবার সকালেও রোগী নিয়ে যাওয়ার পথে অটোরিকশা উল্টে এক রোগীর অবস্থা আরও খারাপ হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা-বিষয়ক কর্মকর্তা অনুতোষ চাকমা বলেন, উপজেলার একমাত্র হাসপাতাল হওয়ায় প্রতিদিন ৩০০ থেকে ৪০০ সাধারণ রোগী, ১৫-২০ জন ইমারজেন্সি রোগী হাসপাতালে আসেন। গর্ভবতী ও প্রসূতি মায়েদের জন্য রাস্তাটি বেশি ঝুঁকিপূর্ণ।

অনুতোষ চাকমা বলেন, ‘শুধু প্রবেশের রাস্তাই নয়, হাসপাতালে ওঠার পথের অবস্থাও নাজুক। বিষয়টি আমি বেশ কয়েকবার উপজেলা মাসিক সমন্বয় সভায় উপস্থাপন করেছি। কিন্তু কোনো কাজ হয়নি।’

উপজেলা প্রকৌশলী অরুণ কুমার দাশ বলেন, ‘হাসপাতাল সড়কটি নিয়ে মাসিক সমন্বয় সভায় আলোচনা হয়েছে। এখনো তালিকায় দেওয়া হয়নি। তবে রাস্তাটি মেরামত জরুরি।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ