নিরাপদ সড়ক এবং ট্রেন, লঞ্চ ও দূরপাল্লার বাসসহ সব গণপরিবহনে হাফ পাস দেওয়ার দাবি জানিয়েছেন ছাত্র নেতারা। এ ছাড়া সড়কে সংগঠিত সকল ‘হত্যাকাণ্ডের’ বিচারের দাবিতে ময়মনসিংহে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। গতকাল বুধবার সকালে নগরীর টাউন হল মোড়ে ঘণ্টাব্যাপী এই কর্মসূচির আয়োজন করে বিভিন্ন বাম ছাত্র সংগঠন।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি বাহাউদ্দিন শুভ, সাধারণ সম্পাদক বকুল সূত্রধর, ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক আরিফুল হক, আনন্দ মোহন বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু জর বাপ্পী, মুসলিম গালর্স কলেজের নীলিমা ইসলাম অর্পিতা, ফজলুল হক রনিসহ অন্যরা।
এ সময় বক্তারা বলেন, অবিলম্বে ঢাকার ন্যায় সারা দেশে গণপরিবহনে হাফ ভাড়া নির্ধারণ না করলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। দাবি মেনে নিতে বাধ্য করা হবে বলেও উল্লেখ করেন তাঁরা।