হোম > ছাপা সংস্করণ

ভূমিহীনদের জন্য ঘর চেয়ে নগরীতে বিক্ষোভ সমাবেশ

রংপুর প্রতিনিধি

রংপুর সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডে বসবাসকারী শ্রমজীবী ভূমিহীনদের জন্য গৃহ নির্মাণের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বাসদ। সেই সঙ্গে সংগঠনটি এই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকালে নগরীর শাপলা চত্বরে এ সমাবেশ করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা বাসদের আহ্বায়ক কমরেড আব্দুল কুদ্দুস।

সমাবেশে বক্তব্য দেন কমিউনিস্ট পার্টির রংপুর জেলার সাধারণ সম্পাদক কমরেড শাহীন রহমান, জাসদ রংপুর মহানগর সভাপতি গৌতম রায়, জেলা বাসদের সদস্য অমল সরকার, সাদেক হোসেন, মিজানুর রহমান, ভূমিহীন নেতা বাসদ সংগঠক রাশেদ, মনোয়ার, মঞ্জিলা রহিমা খাতুন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, দেশের দারিদ্র্যপীড়িত ১০টি জেলার মধ্যে আটটিই রংপুর বিভাগে। এই অঞ্চলে ভারী কোনো শিল্পকারখানা নেই। গ্রামাঞ্চলে সারা বছর কাজ না থাকায় বিভাগীয় এই শহরে দরিদ্র লোকের সংখ্যা বেড়েই চলেছে। এর মধ্যে অনেক রিকশা ও ভ্যানচালক, দোকান কর্মচারী, হকার, বাসাবাড়ির কাজের লোক এবং ভাসমান দোকানদার ভূমিহীন-গৃহহীন। তাঁরা অনেক কষ্টে অন্যের জায়গায় দিনাতিপাত করছেন।

বক্তারা আরও বলেন, মুজিববর্ষের শুরুতে সরকার ঢাকঢোল পিটিয়ে কোনো কোনো জেলায় অল্প কিছু ঘর নির্মাণ করলেও রংপুর নগরীর প্রকৃত ভূমিহীনেরা এখনো কিছু বরাদ্দ পাননি। বক্তারা ভূমিহীনদের ভূমি ও স্থায়ী গৃহ নির্মাণের জোর দাবি জানান। পাশাপাশি অসহায় দুস্থ শ্রমজীবী মানুষের জন্য ওএমএস ও রেশন চালুর দাবি করেন।

সমাবেশ শেষে ভূমিহীনদের নিয়ে নগরীতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক আসিব আহসানের কাছে স্মারকলিপি দেওয়া হয়।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ