চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বেলা ৩টায় এ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি উদ্বোধন করেন স্থানীয় সাংসদ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।
এরপর ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
গুমানমর্দ্দন ইউনিয়ন পরিষদ আয়োজিত এ মতবিনিময় সভার সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মো. মুজিবুর রহমান। ইউনিয়ন পরিষদের সচিব মো. আবু তৈয়বের সঞ্চালনায় বিশেষ ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলম।
এতে আমন্ত্রিত অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক সুব্রত কুমার চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সৈয়দ মো. ইমতিয়াজ হোসাইন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) নিক্সন চৌধুরী, মেডিকেল কর্মকর্তা (মা ও শিশু) ডা.কাওছার আক্তার পপি প্রমুখ।