হোম > ছাপা সংস্করণ

৭ টাকার ভ্যাটে এত্ত পুরস্কার!

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নগরীর কোতোয়ালি থানাধীন এস এস খালেদ সড়কের বুবু ওয়ার্ল্ড থেকে ৭৭ টাকার পপকর্ণ কেনেন আগ্রাবাদের বাসিন্দা মো. আলমগীর। এর পর ইএফডি মেশিনে ভ্যাট দেন ৭ টাকা। আর এর জন্যই আলমগীর জিতে নিয়েছেন ১০ হাজার টাকা। ইএফডি মেশিনে ভ্যাট দিয়ে ডিসেম্বর মাসের ঘোষিত লটারিতে চতুর্থ পুরস্কার হিসেবে ১০ হাজার টাকা পান তিনি।

শুধু আলমগীরই নন, তাঁর মতো ইফডি মেশিনে ভ্যাট দিয়ে ১০ হাজার টাকা করে পুরস্কার জিতেছেন চট্টগ্রামের ৫ জন ও নওগাঁর একজন বাসিন্দা। গতকাল মঙ্গলবার সকালে নগরীর আজিজা খানম অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কারের চেক তুলে দেন চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার মোহাম্মদ আকবর হোসেন।

পুরস্কার পাওয়া ব্যক্তিরা হলেন নগরীর আগ্রাবাদের মো. আলমগীর, হালিশহরের মো. নিজাম, সাতকানিয়ার এনামুল হক মানিক, হাটহাজারীর ইয়াছিন আরাফাত, মিরসরাইয়ের মুহাম্মদ নাজমুল হাসান ও নওগাঁর মো. সুমন আলী।

অনুষ্ঠানে মোহাম্মদ আকবর হোসেন বলেন, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পণ্য বা সেবা নিয়ে পুরস্কার বিজয়ী ১৪ জন ক্রেতার মধ্যে ৬ জন পুরস্কারের জন্য আবেদন করেন। চতুর্থ পুরস্কার হিসেবে তাঁদের হাতে ১০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়েছে। ইএফডির মাধ্যমে মূসক সরকারি কোষাগারে জমা করায় তিনি বিজয়ীদের প্রশংসা করেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ