হোম > ছাপা সংস্করণ

অবশেষে ডোপ টেস্ট শুরু মমেক হাসপাতালে

ময়মনসিংহ প্রতিনিধি

মাদকাসক্তি নির্ণয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের মেডিসিন বিভাগের প্যাথলজি ল্যাবে শুরু হয়েছে ডোপ টেস্ট। এখন থেকে চাকরি ও পেশাদার লাইসেন্সপ্রত্যাশীরা সরকারি ফি মাত্র ৯০০ টাকায় পরীক্ষা করাতে পারবেন। স্বল্প সময়ে মমেক হাসপাতালে ডোপ টেস্ট চালু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন সেবাপ্রার্থীসহ পরিবহন নেতারা।

প্রাইভেট কারচালক হাসান মিয়া বলেন, ‘সরকার ডোপ টেস্ট বাধ্যতামূলক করার পর থেকে ময়মনসিংহে পরীক্ষা করাতে গিয়ে ভোগান্তি পোহাতে হয়। অতিরিক্ত টাকা ব্যয়ের পাশাপাশি অনেক হয়রানির মধ্যে পড়তে হয়েছে।’

সরকারের এমন উদ্যোগের প্রশংসা করে জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বলেন, ‘হাতের কাছে সরকারি খরচে ডোপ টেস্টের সুযোগ পাওয়ায় সাধারণ চালকেরা হয়রানি থেকে রক্ষা পেয়েছে। আশা করব, যেন সেবার মান ঠিক থাকে।’

ডোপ টেস্ট চালুর বিষয়টি নিশ্চিত করে মমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. গোলাম কিবরিয়া বলেন, ‘সরকারের নির্দেশনা পাওয়ার পর হাসপাতালের মেডিসিন বিভাগের প্যাথলজি ল্যাবে ডোপ টেস্টের ব্যবস্থা করা হয়েছে।’

ময়মনসিংহ বিআরটিএ কার্যালয়ের উপপরিচালক (চলতি দায়িত্ব) সৈয়দ মেজবাহ উদ্দিন বলেন, সরকারি হাসপাতালে ডোপ টেস্টের ব্যবস্থা করায় এখন থেকে আর বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে অতিরিক্ত টাকা ব্যয় করে পরীক্ষা করাতে হবে না।

মেজবাহ উদ্দিন আরও বলেন, ডোপ টেস্ট চালুর বিষয়টি মমেক হাসপাতাল কর্তৃপক্ষ চিঠি দিয়ে জানিয়েছে। দেড় শতাধিক পেশাদার চালক লাইসেন্স পাওয়ার জন্য আবেদন করেছেন। তাঁদের তালিকাসহ ফরওয়ার্ডিং দিয়ে পরীক্ষা করানোর জন্য হাসপাতালে পাঠানো হবে।

এর আগে ময়মনসিংহের সরকারি হাসপাতালে ডোপ টেস্টের ব্যবস্থা না থাকায় সেবাপ্রার্থীদের হয়রানির শিকার হওয়ার বিষয়ে আজকের পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। এরপরই মমেক হাসপাতাল কর্তৃপক্ষ ডোপ টেস্ট করার উদ্যোগ নেয়।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ