হোম > ছাপা সংস্করণ

দুমকিতে আগুনে পুড়ল সাতটি দোকান

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

দুমকি উপজেলার মুরাদিয়া বোর্ড অফিস বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বোর্ড অফিস বাজারের ব্রিজের দক্ষিণ পাশে গত শনিবার দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে এ অগ্নিকাণ্ড ঘটে।

অগ্নিকাণ্ডে ৪ জন ঘর মালিকের ৭টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়।

প্রত্যক্ষদর্শী নৈশ প্রহরী আবদুস সত্তার হাওলাদার জানান, তিনি দায়িত্ব পালনরত অবস্থায় প্রথমে অমল দাসের দোকানের ভেতরে আগুন দেখতে পেয়ে ডাকচিৎকার শুরু করেন। পরে স্থানীয় জনগণ ছুটে আসেন ও আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে আগুনের ভয়াবহতা ব্যাপক আকার ধারণ করলে তাঁরা পটুয়াখালী ফায়ার সার্ভিসে খবর পাঠান। পটুয়াখালী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছালে ততক্ষণে ৭টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

পটুয়াখালী ফায়ার সার্ভিস স্টেশনের মাস্টার মো. রেজওয়ান জানান, তাঁর অফিসে রাত ১টা ২৫ মিনিটে খবর পৌঁছায়। তিনি প্রস্তুতি নিয়ে মাত্র ২৭ মিনিটে ঘটনাস্থলে পৌঁছান। এর পরে বাকেরগঞ্জ ও পটুয়াখালী নদী ফায়ার স্টেশন ঘটনাস্থলে পৌঁছে।

ক্ষতিগ্রস্ত ঘর মালিকেরা হলেন, বাবুল মেম্বর, সহিদুল ইসলাম সিকদার, নুরুল ইসলাম চৌকিদার ও বাচ্চু হাওলাদার। ক্ষতিগ্রস্ত দোকানিরা হলেন, সহিদুল ইসলাম সিকদার (মুদি), আবদুল জলিল (খাবার হোটেল), অমল দাস (মুদি), অতুল পাইক (পান সিগারেট), নাঈম হোসেন (মোবাইল সার্ভিসিং), আলতাফ চাকলাদার (চা–সিগারেট) এবং নাছিমা বেগম (খাবার হোটেল)। অগ্নিকাণ্ডে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন অমল দাস ও সহিদুল ইসলাম সিকদার।

আগুনের সূত্রপাত সম্পর্কে স্টেশন মাস্টারের কাছে জানতে চাইলে তিনি জানান, তদন্ত ছাড়া আগুনের সূত্রপাতের বিষয়ে সঠিকভাবে বলা যাচ্ছে না।

ক্ষতিগ্রস্ত জায়গা পরিদর্শন করেন দুমকি উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন-অর-রশীদ হাওলাদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহাদাত হোসেন মাসুদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাসুদ আল-মামুন প্রমুখ।

দুমকিতে ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় প্রতিনিয়তই এ রকম মারাত্মক দুর্ঘটনা ঘটছে। এলাকাবাসীসহ সকলের দাবি দুমকিতে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ