নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘জিয়াউর রহমান দেশে সাম্প্রদায়িক রাজনীতির সূচনা করেছিলেন। তিনি দেশে গুম ও হত্যার রাজনীতি শুরু করেছিলেন। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার নেপথ্যের গডফাদার ছিলেন জিয়াউর রহমান।’
শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে গতকাল বুধবার দুপুরে রংপুর টাউন হলে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী খালিদ এ কথা বলেন।
শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ আয়োজিত অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ‘শিশু রাসেলকেও নিষ্ঠুরভাবে হত্যা করা হয়। রাসেল ছিল পরিবারের মধ্যমণি। খুনিরা ভেবেছিল রাসেলকে বাঁচিয়ে রাখলে তাদের পরিণতি ভয়াবহ হতে পারে।’
দেশে ১৯৭৫ সালের পর জয়বাংলা স্লোগান নিষিদ্ধ করা হয়েছিল জানিয়ে খালিদ মাহমুদ বলেন, ‘এই জয়বাংলা বলতে গিয়ে ঢাকা মহানগর ছাত্রলীগ নেতা মাহবুবকে গুম করা হয়েছিল জিয়াউর রহমানের নির্দেশে।’