কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে গত রোববার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার জুয়েল মিয়া (৩৫) উপজেলার চরটেকী গ্রামের বাসিন্দা। এর আগে গত শুক্রবার রাতে ওই যুবককে অভিযুক্ত করে পাকুন্দিয়া থানায় একটি মামলা করেন ভুক্তভোগীর পরিবার।
এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার একটি গ্রামে বাড়ির পাশে খেলছিল পাঁচ বছরের এক শিশু। এ সময় শিশুটিকে ভুলিয়ে নিজ ঘরে নিয়ে যায় জুয়েল। পরে ধর্ষণেরচেষ্টা চালালে শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় জুয়েল। এ ঘটনায় ওই দিন রাতেই জুয়েল মিয়াকে অভিযুক্ত করে পাকুন্দিয়া থানায় একটি লিখিত অভিযোগ করে ভুক্তভোগীর পরিবার। পরে অভিযান চালিয়ে পরদিন শনিবার দুপুরে ঢাকা-কিশোরগঞ্জ সড়কের কোর্ট বিল্ডিংয়ের সামনে থেকে জুয়েলকে গ্রেপ্তার করে পুলিশ।
এ বিষয়ে জানতে চাইলে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ হেফাজতে ভিকটিমের জবানবন্দি ও স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে। অভিযুক্তকে মামলা হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।