হোম > ছাপা সংস্করণ

শাবির ২ শিক্ষার্থীর পদক লাভ

শাবিপ্রবি প্রতিনিধি

আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) দুই শিক্ষার্থী স্বর্ণ ও রৌপ্য পদক জিতেছেন। তাঁরা হলেন, বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী আবু নাসের শাহ মো. মারুফ আহমেদ এবং মাহবুব আহমেদ চৌধুরী।

প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে সর্বমোট ২০ পয়েন্টের মধ্যে ১৯ পয়েন্ট পেয়ে স্বর্ণ পদক পেয়েছেন আবু নাসের। অন্যদিকে ১৫ পয়েন্ট পেয়ে রৌপ্য পদক পেয়েছেন মাহবুব আহমেদ চৌধুরী। পদক পাওয়া শিক্ষার্থীদের তত্ত্বাবধানে ছিলেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী অধ্যাপক এস এম সাইদুর রহমান।

ইন্টারন্যাশনাল ইয়ুথ ম্যাথ চ্যালেঞ্জ (আইওয়াইএমসি) প্রতি বছর এ ধরনের আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতার আয়োজন করে থাকে। এবারের প্রতিযোগিতায় ৯৮টি দেশের ৫ হাজার ২০০ এর বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতাটি তিনটি পর্বে অনুষ্ঠিত হয়। প্রথমে কোয়ালিফিকেশন রাউন্ড অনুষ্ঠিত হয়। এতে যাঁরা উত্তীর্ণ হন তাঁরা ৮ ইউরো নিবন্ধন ফি দিয়ে প্রি-ফাইনালে অংশগ্রহণ করেন। পরবর্তীতে প্রি-ফাইনালে যাঁরা উত্তীর্ণ হন তাঁরা ফাইনাল রাউন্ডে অংশ নেন। প্রতিযোগিতায় ফাইনাল রাউন্ডে মোট ১ হাজার ৩০০ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে শাবিপ্রবির দুজন শিক্ষার্থী উত্তীর্ণ হন।

প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে মোট ২০টি প্রশ্নের ২০ পয়েন্টের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

স্বর্ণ পদকপ্রাপ্ত আবু নাসের শাহ মো. মারুফ আহমেদ অনুভূতি ব্যক্ত করে বলেন, ‘এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে গোল্ড পদক পেয়ে আমি খুবই আনন্দিত। এত দূর আসতে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। গত বছর এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমি সিলভার পদক অর্জন করেছিলাম।’

রৌপ্য পদকপ্রাপ্ত মাহবুব আহমেদ চৌধুরী বলেন, ‘দুর্ভাগ্যবশত গত বছর এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ডেডলাইনের পরে প্রশ্ন জমা দেওয়ায় কোনো অবদান রাখতে পারিনি। এ বছর সিলভার পদক পেয়ে আগের কষ্ট অনেকটা কাটিয়ে উঠতে পেরেছি।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ