সখীপুরে শেখ কামাল ফুটবল লীগের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলার সৃষ্টি সংঘ মাঠে স্থানীয় আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন আহমেদ এর উদ্বোধন করেন।
উপজেলা ক্রীড়া সংস্থা এ ফুটবল লীগের আয়োজন করেছে। উদ্বোধনী খেলায় সানবান্ধা স্পোর্টিং ক্লাব মানবসেবা ক্লাবকে ৩-১ গোলে হারিয়ে জয় লাভ করে। ফুটবল লীগে ১২টি দল অংশ নেবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চিত্রা শিকারীর সভাপতিত্ব করেন। এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় অন্যান্যের মধ্যে পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত শিকদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মফিজুল ইসলাম ও খেলার আয়োজক কমিটির সম্পাদক মতিউর রহমান ভূঁইয়া উপস্থিত ছিলেন।