চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার বাসিন্দা মোহাম্মদ আয়ুব আলী ও মোহাম্মদ তৌহিদুল আলম সিআইপি নির্বাচিত হওয়ায় তাঁদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ফটিকছড়ি পৌরসভার পক্ষ থেকে তাঁদের সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে পৌর মেয়র মোহাম্মদ ইসমাইল হোসেন সভাপতিত্ব করেন।
ফটিকছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এ কে আজাদ বাবুলের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মহিনুল হাসান।
প্রধান আলোচক ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দিন মুহুরি।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য বখতিয়ার সাঈদ ইরান ও ফটিকছড়ি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পৌর যুবলীগের সভাপতি ও পৌরসভার প্যানেল মেয়র গোলাপ মওলা গোলাপ, জাতীয় পার্টির উপজেলা শাখার আহ্বায়ক মো. আবুল হাসেম, সদস্যসচিব শফিউল আলম, জামাল আহমদে কন্টাক্টর, ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ জামাল উদ্দিন প্রমুখ।