ভোলার সদর উপজেলায় ৬ জুয়াড়ুকে আটকের পর গতকাল বুধবার কারাগারে পাঠানো হয়েছে। আটককৃতরা হলেন- লিটন (৩১), নুরুল (৩২), ইউসুফ (২৮), আমজাদ (৩০), সিহাব (৩১) ও জাকির (৩০)। তাদের বাড়ি ইলিশা, রাজাপুরা ও বাপ্তা ইউনিয়নের বিভিন্ন গ্রামে।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. আনিছুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল গত মঙ্গলবার গভীর রাতে সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জোড়খাল এলাকায় অভিযান চালায়।
এ সময় জুয়া খেলা অবস্থায় জুয়ার আসর থেকে ৬ জুয়ারিকে আটক করা হয়। তারা দীর্ঘদিন থেকে জুয়া খেলে আসছিলো।
আটককৃত জুয়াড়ুদের বিরুদ্ধে মামলা দায়েরের পর গতকাল বুধবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানে হয়।