আধিপত্য বিস্তারে বিরোধের জের ধরে গৌরনদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর নেতৃত্বে হামলা করে মা-ছেলেসহ তিনজন আহত করার অভিযোগ ওঠে। এ ঘটনায় মা রুমা বেগম মামলা করেছিলেন। এরপরই গত শুক্রবার সন্ধ্যায় মাহিলাড়া এ এন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রণয় কান্তি অধিকারী (৪৭) বাদী হয়ে এই তিনজনের বিরুদ্ধে ছাত্রী উত্ত্যক্ত ও স্কুলে হামলা ভাঙচুরের একটি মামলা করেছেন।
এজাহারে বাদী প্রণয় কান্তি জানান, শিহাব সোবাহান ওরফে নিলয় প্রায়ই স্কুলের ছাত্রীদের উত্ত্যক্ত করত। ১৪ এপ্রিল ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের নিয়ে নববর্ষের শোভাযাত্রা হয়। এ সময় বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে ছাত্রীদের সমস্যায় ফেলেন। প্রধান শিক্ষক বাধা দিলে রুমা বেগম, ছেলে শিহাব সোবাহান নিলয় ও চাচা তরিকুল হাওলাদারসহ অজ্ঞাতনামা আসামিরা স্কুলের অফিস ভাঙচুর করেন।
রুমা বেগম অভিযোগ করে বলেন, ‘আমার করা মামলাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে ইউপি চেয়ারম্যান প্রণয় কান্তিকে দিয়ে মিথ্যা মামলা করেছেন। মাহিলাড়া এ এন মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু।
ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু তাঁর বিরুদ্ধে আনা হামলার অভিযোগ অস্বীকার করেন। তবে শিক্ষককে দিয়ে মামলা করানোর অভিযোগের বিষয়ে জানতে তাঁর সঙ্গে যোগােযাগ করা সম্ভব হয়নি।
প্রণয় কান্তি অধিকারীর কাছে রুমা বেগমের অভিযোগ সম্পর্কে জানতে ফোন দিলে ধরেননি।
গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন বলেন, রুমা বেগম ও তাঁর ছেলে শিহাব সোবাহান নিলয় ও নিলয়ের চাচার বিরুদ্ধে একটি মামলা হয়েছে।