নগরীর বন্দর এলাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মো. সাগর নামের এক চালকের সহকারী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আবু বক্কর নামে এক ট্রাকচালককে।
গত শুক্রবার রাত দুইটার দিকে বারেক বিল্ডিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সাগর বন্দরটিলা এলাকার মোহাম্মদ বাদলের ছেলে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন বলেন, দুটি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের পর রাত তিনটার দিকে আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ও হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা সাগর নামে একজনকে মৃত ঘোষণা করেন। আবু বক্কর নামে আহত আরেকজনকে হাসপাতালে চিকিৎসাধীন।