ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ইএসডিও-সি টু আর আই প্রকল্পের সহযোগিতায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর দলিত কমিউনিটির ৪২ জন নারী-পুরুষকে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
গত বৃহস্পতিবার পীরগঞ্জ পৌরসভা চত্বরে ইএসডিওর আয়োজনে পীরগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভার দুই দিনব্যাপী ব্যবসা ব্যবস্থাপনা প্রশিক্ষণ শেষে প্রতিজন দলিত ক্ষুদ্র ব্যবসায়ীকে ১১ হাজার টাকা করে ৪ লাখ ৬২ হাজার টাকা বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পীরগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা জনাব মো. ইকরামুল হক। বিশেষ অতিথি ছিলেন ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আমিনুর ইসলাম, ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. মাহাবুবুর রশিদ (রশিদুল)।
এ ছাড়া উপস্থিত ছিলেন ইএসডিওর মো. মুক্তারুল ইসলাম, ইকোনমিক এম্পাওয়ারম্যান ম্যানেজার (ইইএম) ইএসডিও প্রেমদীপ প্রকল্প ঠাকুরগাঁও, টেকনিক্যাল ম্যানেজার ফাইন্যান্স মো. মনিরুজ্জামান, উপজেলা ম্যানেজার মো. ওয়ালিউর রহমান, ইকোনমিক ডেভেলপমেন্ট অফিসার মো. রওশন জামাল চৌধুরী ও প্রেমদীপ প্রকল্পের উন্নয়ন কর্মীবৃন্দ।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর দলিত ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রশিক্ষণ ও অর্থ দেওয়া হয়েছে যাতে তাঁরা স্বাবলম্বী হতে পারেন।