থার্টি ফাস্ট নাইট উদ্যাপনে সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে বেশ কিছু নির্দেশনা জারি করা হয়েছে। এই নির্দেশনা মানতে নগরবাসীকে অনুরোধ করেছে পুলিশ।
নির্দেশনার মধ্যে রয়েছে, আজ শুক্রবার সকাল থেকে আগামীকাল শনিবার সকাল ৬টা পর্যন্ত মহানগর এলাকায় উন্মুক্ত স্থানে কোনো প্রকার সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে না। এ ছাড়া আতশবাজি কিংবা পটকাও ফুটানো যাবে না।
গতকাল বৃহস্পতিবার সকালে মহানগর পুলিশের পক্ষ থেকে এসব নির্দেশনা জারি করেন কমিশনার নিশারুল আরিফ।
মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার আশরাফ উল্লাহ তাহের বলেন, এবারের থার্টি ফার্স্ট নাইটে মহানগর পুলিশের পক্ষ থেকে কয়েকটি নির্দেশনা জারি করা হয়েছে। কেউ এই নির্দেশনার বাইরে কোনো কার্যক্রম চালালে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সেই সঙ্গে মহানগর এলাকায় পুলিশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।