কুমিল্লায় পরিবার কল্যাণ প্রচার ও সেবা সপ্তাহ শুরু হয়েছে। গতকাল রোববার নগরীর বাদুরতলা রাজদেবী মা ও শিশু কল্যাণ কেন্দ্রে সেবা সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।
জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আবুল কালাম এতে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন।
জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আবুল কালাম জানান, আগামী বৃহস্পতিবার পর্যন্ত জেলার সব উপজেলায় জনপ্রতিনিধিদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে সেবা পৌঁছানোর জন্য জেলা পরিবার পরিকল্পনা বিভাগ কাজ করবে।
এ সময় সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা চৌধুরী মোর্শেদ আলম, স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার তাহমিনা প্রমুখ উপস্থিত ছিলেন।