খুলনার শিপইয়ার্ড সড়কের চার লেনের কাজ আগামী এক মাসের মধ্যে শুরু না হলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন এলাকাবাসী। গতকাল শনিবার দুপুরে মহনগরীর বান্ধাবাজার এলাকায় সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা এ সময় বেঁধে দেন।
সমাবেশে বলেন, রূপসা ট্রাফিক মোড় থেকে শিপইয়ার্ডের সামনে দিয়ে খানজাহান আলী সেতু (রূপসা সেতু) পর্যন্ত চলে যাওয়া প্রায় ৪ কিলোমিটার সড়কটির পিচ উঠে বড় বড় গর্ত হয়ে গেছে। পাথর ও খোয়া উঠে মাটি বের হয়ে গেছে। বৃষ্টি ও জোয়ার এলে পুরো সড়কটি পানিতে ডুবে থাকে। তৈরি হয় জলাবদ্ধতা। সড়কটি চলাচলের সম্পূর্ণ অনুপযোগী। তারপর ও মানুষ দায় পড়ে এ সড়ক দিয়ে চলাচল করছেন। ঘটছে দুর্ঘটনা। সম্প্রতি সময়ে এই সড়কের গর্তে পড়ে একজনের প্রাণও গেছে।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) যদি ১ মাসের মধ্যে রাস্তার কাজ শুরু না করে তাহলে কঠোর আন্দোলনে নামবে এলাকার লোকজন। তাঁরা হরতাল, অবরোধ, কেডিএ কার্যালয় ঘেরাওয়ের মতো কর্মসূচির ঘোষণা দেন।
তাঁরা আরও বলেন, ২০১৩ সালে প্রায় ৪ কিলোমিটার শিপইয়ার্ড সড়কটি প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্পটি একনেক সভায় অনুমোদন মেলে। প্রকল্পের মেয়াদকাল ধরা হয়েছিল ২০১৫ সালের জুন পর্যন্ত। পরে বাড়িয়ে ২০১৮ সালের জুন পর্যন্ত করা হয়। কিন্তু আট বছরে তিন দফায় মেয়াদ বাড়িয়েও এখনো প্রকল্প বাস্তবায়ন কাজ শুরু করা যায়নি। যার কারণে প্রকল্পের ব্যয় ৯৮ কোটি টাকা থেকে বেড়ে ২৫৯ কোটি টাকায় এসে দাঁড়িয়েছে।
তারা অভিযোগ করেন কেডিএ কর্তৃপক্ষের গাফিলতির কারণে এ রাস্তার কাজ শুরু হচ্ছে না। বক্তারা এ বিষয়ে সিটি মেয়র ও স্থানীয় সংসদ সদস্যের হস্তক্ষেপ কামনা করেন।
খুলনা সিটি করপোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডবাসী এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে নিরাপদ সড়ক চাই (নিসচা), স্থানীয় আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ব্যবসায়ী ও বাজার সমিতির নেতারাসহ বিপুলসংখ্যক নারী-পুরুষ ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
৩১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন নিরাপদ সড়ক চাই (নিসচা) এর খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্না।
এ সময় বক্তব্য রাখেন কেসিসির ৩১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আরিফ হোসেন মিঠু, সংরক্ষিত মহিলা কাউন্সিলর রেক্সোনা কালাম লিলি, রাইস মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা জামাল, লবণচরা টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের চেয়ারম্যান মোসলেহ উদ্দিন তুহিন প্রমুখ।