ব্যাপক উৎসাহ–উদ্দীপনার মধ্য দিয়ে যশোরে জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোট নেওয়া হয়। জুমার নামাজের জন্য মাঝে এক ঘণ্টার বিরতি দেওয়া হয়।
এবারের নির্বাচনে ১৩টি পদের বিপরীতে দুটি প্যানেলে মোট ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। মোট ভোটার রয়েছেন ৫১০ জন।
নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ইসমত হাসার বলেন, ভোট নেওয়ার পর গণনা শেষে চূড়ান্ত ফল ঘোষণা করা হবে। নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্যানেলভুক্ত হয়ে লড়ছেন প্রার্থীরা।
নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মো. ইসহক ও শরীফ নূর মো. আলী রেজা। সাধারণ সম্পাদক পদে শাহানুর আলম শাহীন ও নুরুল ইসলাম সিদ্দিকী চুন্নু প্রতিদ্বন্দ্বিতা করেন।