হোম > ছাপা সংস্করণ

বিএনপি মুখে যা-ই বলুক সংসদ নির্বাচনে আসবেই

লক্ষ্মীপুর প্রতিনিধি

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বাংলাদেশ শ্রীলঙ্কা, পাকিস্তান নয়। এটি বঙ্গবন্ধুর বাংলাদেশ। শ্রীলঙ্কার রিজার্ভ ছিল না, তাই দেউলিয়া হয়ে গেছে। দেশের বিরুদ্ধে যত ষড়যন্ত্র করুন, যত আন্দোলন সংগ্রামের হুমকি-ধমকি দেন কোনো লাভ হবে না। কারণ আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। আর বিএনপি মুখে যাই বলুক, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আসবেই।

গতকাল বুধবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পৌর আওয়ামী সভাপতি ইসমাইল হোসেন চৌধুরীর সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, লক্ষ্মীপুর-৩ আসনের সাংসদ একেএম শাহজাহান কামাল, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর-২ আসনের সাংসদ নুর উদ্দিন চৌধুরী নয়ন, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম আলাউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহিম ও লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, সদর থানা আওয়ামী লীগের আহ্বায়ক হুমায়ূন কবির পাটওয়ারী, হেদায়েত হোসেন ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহির উদ্দিন বাবর প্রমুখ।

মাহবুব উল আলম হানিফ আরও বলেন, আওয়ামী লীগ সব সময় বলে এসেছে, অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং সকলের অংশগ্রহণমূলক নির্বাচন করার জন্য। যা করার দরকার, সরকারের পক্ষ থেকে সবটুকু করা হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ