ব্রাহ্মণপাড়ার মাধবপুর ইউনিয়ন কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার দুপুরে মাধবপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন মাধবপুর ইউনিয়ন কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি মো. ওসমান। এতে বক্তব্য দেন ব্রাহ্মণপাড়া উপজেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি মো. মোরশেদ আলম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আইনজীবী মো. আবদুল আলীম খান।
বক্তারা বলেন, চিকিৎসকের ব্যবস্থাপত্র ব্যতীত ওষুধ ব্যবসায়ীরা রোগীদের কাছে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক ওষুধ বিক্রয় করতে পারবেন না। এ ছাড়া ভেজাল ও সরকারি ওষুধ বিক্রয় করা যাবে না। এটি নিশ্চিতে সবাইকে সতর্ক হতে হবে।
এ ছাড়া দোকানের নামে ড্রাগ লাইসেনস করে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য বক্তারা আহ্বান জানান।
সভায় নেতারা সংগঠনের সদস্যদের উদ্দেশে বলেন, যে সব ওষুধ ব্যবসায়ীরা ফার্মাসিস্টবিহীন দোকান চালাচ্ছেন তাঁরা যেন শিগগির ফার্মাসিস্ট নিয়োগ দেন। এতে ক্রেতাদের ভুল ওষুধ দেওয়ার হার কমবে বলে মন্তব্য করেন বক্তারা।