ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের ইসলামপুর উপজেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে স্থগিত হওয়া তিনটি কেন্দ্রের ভোট হবে আগামী ৩০ ডিসেম্বর।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৮ নভেম্বর উপজেলার ৬টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়।
ওইদিন ভোটকেন্দ্রে হামলা, ভাঙচুর, ব্যালট ছিনতাই ও সহিংসতার ঘটনা ঘটনায় চরপুটিমারী ইউনিয়নের সাজালেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আগ্রাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং চার নং চর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করে প্রশাসন।