নির্মাতা মাবরুর রশীদ বান্নাহর নিরীক্ষাধর্মী কাজগুলো নানা সময়ে আলোচনা তৈরি করেছে। তাঁর ‘বদমাইশ পোলাপাইন’ সিরিজটি এমন এক উদাহরণ। একঝাঁক কিশোরের শৈশবের দুষ্টুমি ও তার আশপাশের সামগ্রিক বিষয় তুলে ধরা হয়েছে এ ওয়েব সিরিজে। প্রথম তিনটি সিজনে বেশ সাড়া ফেলেছিল। সম্প্রতি নির্মাতা জানালেন, দর্শকের আগ্রহে আরও একবার ফিরছে ‘বদমাইশ পোলাপাইন’।
নির্মাতা বান্নাহ জানান, ইতিমধ্যে সিরিজটির চতুর্থ সিজনের চিত্রনাট্য লেখার কাজ শুরু হয়েছে। আগামী মাসেই শুটিং শুরু হবে ‘বদমাইশ পোলাপাইন’ সিজন ফোরের। গল্প নিয়ে বান্নাহ বলেন, ‘এবারের গল্পে নানা রকমের চমক রাখার চেষ্টা করছি। তা ছাড়া, নতুন কিছু মুখ যুক্ত হচ্ছেন নতুন সিজনে।’
‘বদমাইশ পোলাপাইন’ সিরিজে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মারজুক রাসেল, প্রত্যয় হিরণ, মাখনুন সুলতানা মাহিমাসহ অনেকে। সিরিজটির অন্যতম অভিনেতা তৌফিকুল হাসান নিহাল বলেন, ‘এই সিরিজের মাধ্যমে দর্শকের কাছে আমার পরিচিতি বেড়েছে। সবচেয়ে বড় সাফল্য এই সিরিজে কাজ করে সহশিল্পীদের সহযোগিতায় আমি নিজেকে ডেভেলপ করতে পেরেছি এবং করছি। নিজের জন্য এটা আমার বড় অ্যাচিভমেন্ট।’
‘বদমাইশ পোলাপাইন’ সিরিজের চতুর্থ সিজন কবে থেকে প্রচারিত হবে, তা নিশ্চিত করা যায়নি। নির্মাতা জানান, যত দ্রুত সম্ভব শুটিং শেষ করে শুরু হবে ‘বদমাইশ পোলাপাইন’ সিজন ৪-এর প্রচার।