হোম > ছাপা সংস্করণ

জমেছে সরস্বতী প্রতিমার হাট

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রতিবছরের মতো এবারও সাতক্ষীরার তালায় হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান সরস্বতী পূজার প্রতিমার হাট বসেছে। আগামী শনিবার অনুষ্ঠিত হবে এ পূজা। পূজাকে ঘিরে হাটে ভিড় জমাচ্ছেন সনাতন ধর্মাবলম্বীরা।

করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান আরও ২ সপ্তাহ বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রতিবছর মন্দির, বাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠানে মহা ধুমধামে উদ্যাপিত হয় সরস্বতী পূজা। তবে এ বছর স্কুল বন্ধ থাকায় শিক্ষার্থীরা নিজ নিজ বাড়িতে পূজা উদযাপন করার উদ্যোগ নিয়েছে।

গত বুধবার সন্ধ্যায় পাটকেলঘাটা হাটে গিয়ে দেখা যায়, দেবী সরস্বতীকে অনন্য সাজে সজ্জিত করেছেন প্রতিমার কারিগরেরা। ভক্তরাও প্রতিমা দেখতে ও কিনতে ভিড় জমাচ্ছেন।

এ সময় কথা হয় প্রতিমা বিক্রেতা মনোরঞ্জন দাসের সঙ্গে। তিনি বলেন, ‘আমি প্রায় ১০ বছরের বেশি সময় প্রতিমা ব্যবসার সঙ্গে জড়িত। শনিবার সকাল পর্যন্ত প্রতিমা বিক্রি হবে। সর্বনিম্ন ২০০ থেকে ৪০০ টাকার মধ্যে এই প্রতিমা বিক্রি করা হয়। প্রতিটি প্রতিমায় ২০-৩০ টাকা লাভ থাকে। এ বছর বাজারে আমরা ৮০০ প্রতিমা নিয়ে এসেছি।’

গতকাল বৃহস্পতিবার সকালে তালা বাজারে প্রতিমা কিনতে এসে মহান্দী গ্রামের রবিন সরকার (৫৮)। তিনি বলেন, ‘প্রতিবছর বাড়িতে সরস্বতী পূজা করে থাকি। তার জন্য প্রতিমা কিনতে এসেছি। নানা রূপে দেবী সরস্বতীকে তৈরি করা হয়েছে।’

তালা বি,দে, সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী অর্ঘ্য ঘোষ বলেন, ‘প্রতিবছর আমরা স্কুলে সরস্বতী পূজা করি, কিন্তু এ বছর স্কুল বন্ধ থাকায় আমরা বাড়িতে সরস্বতী পূজার আয়োজন করছি। মা সরস্বতীর কাছে প্রার্থনা যে আমরা যেন আবার হেসে খেলে স্কুলে যেতে পারি।’

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস বলেন, ‘করোনার কারণে যেহেতু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে, সুতরাং শিক্ষার্থীরা বাড়িতেই পূজা উদযাপন করবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ