গাজীপুরের টঙ্গীতে পুলিশের বাধায় বিএনপির মতবিনিময় সভা পণ্ড হয়ে গেছে। সভায় নেতা-কর্মীদের লাঠিপেটা, ব্যানার ছিঁড়ে ফেলা ও চেয়ার ভেঙে ফেলার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে টঙ্গীর দত্তপাড়া এলাকায় গাজীপুর মহানগর বিএনপির আহ্বায়ক সালাহ উদ্দিন সরকারের রাজনৈতিক কার্যালয়ে এ ঘটনা ঘটে। এতে অন্তত তিন নেতা-কর্মী আহত হয়েছেন।
সালাহউদ্দিন সরকার বলেন, ‘পুলিশ সভায় নেতা-কর্মীদের ধাওয়া ও লাঠিপেটা করে। এতে অন্তত তিনজন নেতা-কর্মী আহত হয়েছেন।’
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাসুদ বলেন, ‘পুলিশের অনুমতি ছাড়াই বিএনপি নেতা–কর্মীরা সভার আয়োজন করেছিলেন। পুলিশের উপস্থিতি দেখে নেতা–কর্মীরা ছুটোছুটি করেন।’