হোম > ছাপা সংস্করণ

বালু উত্তোলন বন্ধে অভিযান কারাদণ্ড

গঙ্গাচড়া প্রতিনিধি

গঙ্গাচড়ায় তিস্তা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে গতকাল রোববার অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় বালু ভর্তি একটি ট্রলি জব্দ এবং এক বালু ব্যবসায়ীকে কারাদণ্ড দেওয়া হয়।

অবৈধভাবে বালু উত্তোলন নিয়ে গতকাল আজকের পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি উপজেলা প্রশাসনের নজরে আসলে এই অভিযান চালানো হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা ধামুর বোল্লারপাড় গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় তিনি বালু ভর্তি ট্রলি জব্দ এবং বালু ব্যবসায়ী ইয়াছিন আলীকে এক মাসের কারাদণ্ডের আদেশ দেন। ইয়াছিন দক্ষিণ কোলকোন্দ চেংডোবা গ্রামের বাসিন্দা।

সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা বলেন, ‘ইয়াছিন আলী তিস্তা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কথা স্বীকার করেন। তাই তাঁকে অপেক্ষাকৃত কম শাস্তি এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।’

অভিযোগ অনুযায়ী, ইয়াছিন বালুর ব্যবসা করে এখন দুটি ট্রাক্টর ও ট্রলি কিনে বালু উত্তোলনের পাশাপাশি পরিবহনের ব্যবসা করছেন। এতে চালকের দায়িত্ব পালন করছেন তাঁর দুই ছেলে জামাল ও কামাল। তাঁদের দাপটে এলাকার কেউ অবৈধভাবে বালু উত্তোলনের বিপক্ষে কথা বলার সাহস পান না।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ