হোম > ছাপা সংস্করণ

বন্দরে পণ্য আমদানি রপ্তানি বন্ধের হুমকি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে অনির্দিষ্টকালের জন্য পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ব্যবসায়ীরা। জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন খোকন, সাবেক প্রচার সম্পাদক আবুল কাশেম ও তাঁদের সহযোগীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে এ হুঁশিয়ারি দেন ব্যবসায়ীরা।

ইতিমধ্যে তাঁদের সহযোগীদের গ্রেপ্তারের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদনও করেছেন স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন।

লিখিত আবেদনে বলা হয়, খোকন ও কাশেম তাঁদের সহযোগীদের নিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর এলাকায় আমদানি-রপ্তানি পণ্যবোঝাই ট্রাক আটকে চাঁদা আদায় করেন। কোনো ট্রাকচালক চাঁদা দিতে অনীহা জানালে তাঁকে শারীরিকভাবে নির্যাতন করা হয়।

এদিকে চাঁদাবাজির অভিযোগ বানোয়াট উল্লেখ করে জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন খোকন বলেন, ‘আমরা আমাদের ট্রাকচালকদের আটকে ৫০ টাকা করে চাঁদা তুলব, এটা কি বিশ্বাসযোগ্য? উল্টো বন্দরের প্রভাবশালীরা আমাদের ট্রাক থেকে চাঁদা তোলেন।’

আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, চাঁদাবাজির কারণে বন্দরের স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। তাদের গ্রেপ্তার করা না হলে অনির্দিষ্টকালের জন্য আমদানি-রপ্তানি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

ইউএনও রোমানা আক্তার বলেন, আগেও শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে বসা হয়েছে। এখন বন্দরের ব্যবসায়ীদের লিখিত আবেদনের বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ