অভয়নগরের নওয়াপাড়ার ভৈরব নদে প্রায় কোটি টাকার ইউরিয়া সার নিয়ে কার্গোডুবির পাঁচ দিনেও উদ্ধার তৎপরতা শুরু হয়নি।
গত বুধবার দিবাগত রাতে ৬৮০ মেট্রিক টন সার নিয়ে কার্গোটি ডুবে যায়। সেই থেকে গতকাল সোমবার পর্যন্ত কোনো উদ্ধারকাজ শুরু হয়নি।
জানা গেছে, কাতার থেকে এ সার আমদানি করে ‘টোটাল শিপিং এজেন্সি’ নামের একটি প্রতিষ্ঠান।
নওয়াপাড়া নদী বন্দরের পরিচালক মাসুদ পারভেজ বলেন, ‘কার্গোটি ত্রুটিপূর্ণ থাকার কারণে তলা ফেটে ডুবে যেতে পারে। দীর্ঘদিন প্লেট পরিবর্তন না করলে এবং সংস্কার না করলে এমন ঘটনা ঘটতে পারে।’ নওয়াপাড়া সার সিমেন্ট, খাদ্যশস্য ও কয়লা আমদানিকারক ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহ্ জালাল হোসেন বলেন, ‘নাব্যতা হ্রাসের কারণে ভৈরবে জাহাজ ডুবে যাওয়ার বিষয়টি সঠিক নয়।’