হোম > ছাপা সংস্করণ

ফেরি উদ্ধারে অবস্থা বুঝে ব্যবস্থা

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ১৪টি ভারী যান ও চারটি মোটরসাইকেল নিয়ে ডুবে যাওয়া ফেরি শাহ-আমানত উদ্ধারে ‘প্রত্যয়’ নামের উদ্ধারকারী জাহাজ আসার কথা জানিয়েছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কিন্তু ঘটনার তিন দিন পর জানা গেল প্রত্যয় আসছে না।

গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক।

তবে প্রত্যয় না এলেও ডুবে যাওয়া ফেরিটির উদ্ধারকাজে হামজার সঙ্গে রুস্তমও অংশ নেবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। মুন্সিগঞ্জ থেকে ছেড়ে আসা জাহাজ রুস্তম আজকের (শুক্রবার) মধ্যেই ঘটনাস্থলে পৌঁছাবে বলে নিশ্চিত করেছেন তিনি।

কমডোর গোলাম সাদেক বলেন, ডুবে যাওয়া ফেরিটি উদ্ধারে প্রত্যয় নামক জাহাজটি দুর্ঘটনাস্থলে আসার চেষ্টা করেও আসতে পারেনি। চলার পথে পর্যাপ্ত নাব্য না থাকায় জাহাজটির আসা সম্ভব নয়। ঘটনার তিন দিন পর এ সিদ্ধান্ত কেন জানতে চাইলে গোলাম সাদেক বলেন, জরুরি কাজে বিদেশ থেকে গতকাল (বৃহস্পতিবার) দেশে ফিরেছেন। ফেরিটি উদ্ধার করতে সরকারিভাবে সম্ভব না হলে বেসরকারি সংস্থার সাহায্য নেওয়া হবে। ফেরি উদ্ধারের আগে ডুবে যাওয়া যানবাহনগুলো উদ্ধারের জোড় চেষ্টা চলছে। তবে ফেরি তুলতে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ