বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কাজিরাপাড়া এলাকায় ঝিনাই নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ডাম্পিং অব্যাহত রেখেছে জেলা পানি উন্নয়ন বোর্ড। গত সোমবার বিকেলে কাজিরাপাড়া পয়েন্টে জিও ব্যাগ ডাম্পিং কাজ শুরু হয়। মঙ্গলবার সকাল থেকে আবার এসব এলাকায় বালুভর্তি জিও ব্যাগ ডাম্পিং কাজ চলছে।
এ সময় উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনজুর হোসেন, কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মামুন অর রশিদ খান এবং জেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপবিভাগীয় প্রকৌশলী ফারোয়ার হোসেনসহ এলাকার ভুক্তভোগী জনসাধারণ।
উপবিভাগীয় প্রকৌশলী ফারোয়ার হোসেন জানান, কাজিরাপাড়ার নদীভাঙন এলাকায় ১৫ হাজার ৮০০ জিও ব্যাগ ডাম্পিং করা হবে।