নোয়াখালীর সুবর্ণচরে পরোয়ানাভুক্ত পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে চরজব্বার পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার বিভিন্ন জায়গা থেকে এসআই নাজিম উদ্দিন ও মোশারফ হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করেন।
তাঁরা হলেন উপজেলার চরক্লার্ক ইউনিয়নের চরলক্ষী গ্রামের মো. আনোয়ার হোসেন মঞ্জু (৩২), চরজব্বার ইউনিয়নের পশ্চিম চরজব্বার গ্রামের ইব্রাহিম খলিল (৪৮), চরজুবিলী ইউনিয়নের চর জিয়া উদ্দিন গ্রামের মো. অজি উল্যাহ (৪৫) ও তাঁর স্ত্রী ফরিদা আক্তার (৪৩) এবং একই এলাকার উত্তর কচ্ছপিয়া গ্রামের মোহাম্মদ ইব্রাহিম (৩৫)।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৫ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল দুপুরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।