ইউরোপের দেশ সুইডেনে ‘সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপস ফর গ্লোবাল প্রফেশনালস’ (এসআইএসজিপি) একটি নতুন বৃত্তি প্রোগ্রাম। এর পূর্ব নাম হচ্ছে সুইডিশ ইনস্টিটিউট স্টাডি স্কলারশিপ (এসআইএসএস)। ২০২২ সালের আগস্টে শুরু হতে যাওয়া নতুন শিক্ষাবর্ষের মাস্টার্স প্রোগ্রামের জন্য এ বৃত্তি দেওয়া হবে।
এই বৃত্তির উদ্দেশ্য হচ্ছে বিশ্বে নতুন নেতৃত্ব তৈরি করা। জাতিসংঘ ঘোষিত ২০৩০ সালের টেকসই উন্নয়ন বাস্তবায়নসহ নিজ দেশের পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশেও যেন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা ইতিবাচক অবদান রাখতে পারেন, সেই লক্ষ্য সামনে রেখে প্রতিবছর বৃত্তি দেওয়া হয়। সুইডেনের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট মাস্টার্স প্রোগ্রামের জন্য এ বৃত্তি দেওয়া হয়। যেসব মাস্টার্স প্রোগ্রামের জন্য বৃত্তির ব্যবস্থা রয়েছে, তা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিস্তারিত উল্লেখ আছে।
বৃত্তির পরিমাণ
এই বৃত্তির আওতায় টিউশন ফি সম্পূর্ণ ফ্রি। পাশাপাশি সুইডেনে জীবনযাপনের জন্য প্রতি মাসে ১০ হাজার সুইডিশ ক্রোনা দেওয়া হবে। এ ছাড়া ইনস্যুরেন্সসহ একবার ভ্রমণ অনুদান ১০ হাজার থেকে ১৫ হাজার ক্রোনা দেওয়া হবে। (তবে সুইডেনের বাইরে বসবাসকারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরাই শুধু ভ্রমণ ফি পাবেন)।
বৃত্তির সংখ্যা
২০২২ সালের জন্য প্রায় ৩৫০টি বৃত্তি রয়েছে।
শিক্ষাবর্ষ শুরু
২০২২ সালের আগস্টে নতুন শিক্ষাবর্ষ শুরু হবে।
টার্গেট গ্রুপ
বিশ্বের ৪২টি দেশের শিক্ষার্থীদের এ বৃত্তি দেওয়া হবে। বাংলাদেশের নামও এই বৃত্তির আওতায় রয়েছে।
যোগ্যতা
বৃত্তির জন্য একজন আবেদনকারীকে অবশ্যই নিচের শর্ত পূরণ করতে হবে।
আবেদনের প্রক্রিয়া
নিচের প্রক্রিয়া অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বৃত্তির জন্য কীভাবে আবেদন করতে হবে, তা বিস্তারিত দেওয়া আছে। তাই আবেদনকারীকে অবশ্যই আবেদনের আগে পূর্ণাঙ্গ নির্দেশিকা অনুযায়ী আবেদনের অনুরোধ করা হলে।
নিচের লিংকে বৃত্তির বিস্তারিত তথ্য পাওয়া যাবে:
অনুবাদ: রকিবুল হাসান রবিন