হোম > ছাপা সংস্করণ

পেশাজীবীদের জন্য সুইডেনে বৃত্তি

ইউরোপের দেশ সুইডেনে ‘সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপস ফর গ্লোবাল প্রফেশনালস’ (এসআইএসজিপি) একটি নতুন বৃত্তি প্রোগ্রাম। এর পূর্ব নাম হচ্ছে সুইডিশ ইনস্টিটিউট স্টাডি স্কলারশিপ (এসআইএসএস)। ২০২২ সালের আগস্টে শুরু হতে যাওয়া নতুন শিক্ষাবর্ষের মাস্টার্স প্রোগ্রামের জন্য এ বৃত্তি দেওয়া হবে।

এই বৃত্তির উদ্দেশ্য হচ্ছে বিশ্বে নতুন নেতৃত্ব তৈরি করা। জাতিসংঘ ঘোষিত ২০৩০ সালের টেকসই উন্নয়ন বাস্তবায়নসহ নিজ দেশের পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশেও যেন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা ইতিবাচক অবদান রাখতে পারেন, সেই লক্ষ্য সামনে রেখে প্রতিবছর বৃত্তি দেওয়া হয়। সুইডেনের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট মাস্টার্স প্রোগ্রামের জন্য এ বৃত্তি দেওয়া হয়। যেসব মাস্টার্স প্রোগ্রামের জন্য বৃত্তির ব্যবস্থা রয়েছে, তা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিস্তারিত উল্লেখ আছে।

বৃত্তির পরিমাণ

এই বৃত্তির আওতায় টিউশন ফি সম্পূর্ণ ফ্রি। পাশাপাশি সুইডেনে জীবনযাপনের জন্য প্রতি মাসে ১০ হাজার সুইডিশ ক্রোনা দেওয়া হবে। এ ছাড়া ইনস্যুরেন্সসহ একবার ভ্রমণ অনুদান ১০ হাজার থেকে ১৫ হাজার ক্রোনা দেওয়া হবে। (তবে সুইডেনের বাইরে বসবাসকারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরাই শুধু ভ্রমণ ফি পাবেন)।

বৃত্তির সংখ্যা

২০২২ সালের জন্য প্রায় ৩৫০টি বৃত্তি রয়েছে।

শিক্ষাবর্ষ শুরু

২০২২ সালের আগস্টে নতুন শিক্ষাবর্ষ শুরু হবে।

টার্গেট গ্রুপ

বিশ্বের ৪২টি দেশের শিক্ষার্থীদের এ বৃত্তি দেওয়া হবে। বাংলাদেশের নামও এই বৃত্তির আওতায় রয়েছে।

যোগ্যতা

বৃত্তির জন্য একজন আবেদনকারীকে অবশ্যই নিচের শর্ত পূরণ করতে হবে।

  • আবেদনকারীকে অবশ্যই ৪২টি দেশের মধ্যে যেকোনো একটি দেশের নাগরিক হতে হবে।
  • ২০২২ সালের ১০ ফেব্রুয়ারির আগে সর্বোচ্চ তিনটি সংগঠন বা কোম্পানিতে অন্তত তিন হাজার ঘণ্টা কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
  • স্কলারশিপের আওতাধীন যেকোনো মাস্টার্স প্রোগ্রামে আপনাকে আবেদন করতে হবে।
  • আবেদনকারীকে তাঁর বর্তমান বা আগের কর্মস্থলে অথবা বুদ্ধিবৃত্তিক কর্মকাণ্ডে নেতৃত্বদানের অভিজ্ঞতা প্রদর্শন করতে হবে।
  • সুইডিশ বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি দিতে বাধ্য থাকতে হবে। এ ছাড়া, বিশ্ববিদ্যালয়ের ভর্তি-প্রক্রিয়া অনুযায়ী আগামী বছরের ৭ এপ্রিলের আগে যেকোনো একটি মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হতে হবে।

আবেদনের প্রক্রিয়া

নিচের প্রক্রিয়া অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে হবে।

  • বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রোগ্রামে ভর্তির জন্য আগামী বছরের ১৭ জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে। মাস্টার্স প্রোগ্রামে আবেদনের পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আট সংখ্যার একটি আবেদনের নম্বর প্রত্যেক আবেদনকারীকে মেইল করবে। এ নম্বরটি সংরক্ষণ করতে হবে। কারণ গ্লোবাল প্রফেশনালের এসআই বৃত্তিতে আবেদনের সময় আট ডিজিটের সংখ্যাটি প্রয়োজন হবে।
  • মাস্টার্স প্রোগ্রামে আবেদন সম্পূর্ণ হওয়ার পরে বৃত্তির জন্য আবেদন করতে হবে। প্রয়োজনীয় সব ডকুমেন্ট ডিজিটাল পদ্ধতিতে আগামী বছরের ১০ থেকে ২৮ ফেব্রুয়ারির ভেতরে জমা দিতে হবে।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বৃত্তির জন্য কীভাবে আবেদন করতে হবে, তা বিস্তারিত দেওয়া আছে। তাই আবেদনকারীকে অবশ্যই আবেদনের আগে পূর্ণাঙ্গ নির্দেশিকা অনুযায়ী আবেদনের অনুরোধ করা হলে।

নিচের লিংকে বৃত্তির বিস্তারিত তথ্য পাওয়া যাবে:

অনুবাদ: রকিবুল হাসান রবিন

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ