মাগুরার শালিখায় এলাকার ছোট ভাইয়ের হয়ে এসএসসি পরীক্ষা দিতে গিয়ে আল আমিন নামে এক যুবক ধরা খেয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার সিংড়া তালখড়ি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। কারিগরি শাখার জেনারেল ইলেকট্রনিকস বিষয়ের পরীক্ষা দিতে যায় আল আমিন।
বিষয়টি নিশ্চিত করেন জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মাজেদুর রহমান জানান, পরীক্ষা শুরু হলে আটককৃত আল আমিনকে সন্দেহজনক হওয়ায় তার কাগজপত্র চেক করেন দায়িত্বে থাকা শিক্ষকেরা। এ সময় জানা যায়, সে অন্যের পরীক্ষা দিতে এসেছে। এরপর কেন্দ্র সচিবের নির্দেশে তাকে হলে দায়িত্বে থাকা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আটককৃত আল আমিন এইচএসসি পরীক্ষার্থী। সে মোজাহার নামে এক শিক্ষার্থীর হয়ে পরীক্ষা দিচ্ছিল।
শালিখা থানার উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান জানান, আল আমিন বিরুদ্ধে আইন অনুয়ায়ী ব্যবস্থা নেওয়া হবে।