যশোরের বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের নির্বাচন ৩০ মে অনুষ্ঠিত হবে। তিন বছর পরপর নির্বাচন হওয়ার কথা থাকলেও, নানা জটিলতায় ৮ বছর পর ভোটের দিন ধার্য করা হয়েছে। বেনাপোল কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় গত বৃহস্পতিবার ভোটের দিন ধার্য হয়।
সভায় তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে মেসার্স আলম ব্রাদার্সের স্বত্বাধিকারী রবিউল আলমকে। কমিশনের অন্যান্য সদস্যরা হলেন মেসার্স অ্যানেক্স করপোরেশনের স্বত্বাধিকারী ফারুক হোসেন উজ্জ্বল ও মেসার্স সূচী এন্টারপ্রাইজের শাহাজান সবুজ।
জানা গেছে, বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের অধীনে ৭৮১ জন সিঅ্যান্ডএফ ব্যবসায়ী রয়েছেন। তাঁরা আমদানিকারকদের পক্ষে সরকারের রাজস্ব পরিশোধ করে পণ্য ছাড়করণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে থাকেন।
সর্বশেষ এ সংগঠনের অধীনে ২০১৪ সালে নির্বাচন অনুষ্ঠিত হয়। এ সময় সভাপতি নির্বাচিত হন মফিজুর রহমান সজন ও সাধারণ সম্পাদক ইমদাদুল হক লতা। এ কমিটির মেয়াদ ছিল তিন বছর। তবে পরে নির্বাচনের সময় পেরিয়ে গেলেও নানা জটিলতার কারণে এ পর্যন্ত কোনো নির্বাচন হয়নি।
এ নিয়ে ভোটারেরা নির্বাচনের দাবি জানালে বিষয়টি সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে নজরে আসে। পরে বেনাপোল সিঅ্যান্ডএফ সভাপতি ও সাধারণ সম্পাদককে ৪৫ দিনের মধ্যে নিয়ম মেনে নির্বাচন অনুষ্ঠানের নির্দেশ দিয়ে চিঠি দেয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের খুলনা বিভাগীয় শ্রম দপ্তর। এর পরেও ভোট হয়নি।
সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স ওয়েলকিনের স্বত্বাধিকারী আসাদুজ্জামান বলেন, ‘দেশের স্থলপথে যে বাণিজ্য হয় যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় তার ৭০ শতাংশ হয়ে থাকে বেনাপোল বন্দর দিয়ে ভারতের সঙ্গে। বিভিন্ন সময় সুষ্ঠু বাণিজ্যে হয়রানি হতে হয় ব্যবসায়ীদের। এ ক্ষেত্রে শক্ত নেতৃত্ব দরকার হয়। এবার ভোটের মাধ্যমে সে নেতৃত্ব আসবে বলে মনে করছি।’
ভোটার সিঅ্যান্ডএফ এজেন্ট জিরো প্লাসের স্বত্বাধিকারী আবুল হোসেন বলেন, ‘স্থলপথে বাণিজ্যিক দিক থেকে বেনাপোলের গুরুত্ব সব চেয়ে বেশি। এখানে সুষ্ঠুভাবে বাণিজ্য পরিচালনায় নানা প্রতিবন্ধকতা দেখা যায়। এ ক্ষেত্রে বাণিজ্যিক সংগঠনগুলোতে বলিষ্ঠ নেতৃত্বের প্রয়োজন জরুরি। আর নিয়মিত ভোটের চর্চা না থাকলে ভোটারদের কদর থাকে না।’
নির্বাচন কমিশনার ফারুক হোসেন উজ্জ্বল বলেন, ‘উৎসবমুখর পরিবেশে ভোটারেরা তাঁদের ভোট দিতে পারবেন। সে বিষয়ে সব ধরনের সব প্রস্তুতি নেওয়া হবে।’