হোম > ছাপা সংস্করণ

রেল পুলিশের সহযোগিতায় স্টেশনে সন্তান প্রসব

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রসব বেদনা নিয়ে স্বামী ও পরিচিত এক নারীকে সঙ্গে নিয়ে বাবার বাড়ি যাচ্ছিলেন কনিকা খাতুন। পথে পাবনার ঈশ্বরদী রেলস্টেশনে পৌঁছালে প্রসবব্যথা বেড়ে যায় তাঁর। কোনো উপায় না পেয়ে তিনি ঈশ্বরদী রেলওয়ে পুলিশের সহযোগিতা চান। পরে পুলিশের সহযোগিতায় স্টেশনেই ফুটফুটে এক কন্যাসন্তানের জন্ম দেন তিনি।

গত মঙ্গলবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। কন্যাসন্তান জন্ম দেওয়া কনিকা উপজেলার সাঁড়া ইউনিয়নের আরামবাড়িয়া বাজার এলাকার উজ্জ্বল হোসেনের স্ত্রী। তাঁর বাবার বাড়ি রাজশাহীতে। গতকাল বুধবার খোঁজ নিয়ে জানা গেছে, মা-মেয়ে দুজনই সুস্থ আছে।

কনিকা বলেন, ‘আমি প্রথমবার মা হলাম। আসলে বুঝতেই পারিনি আমার সন্তান প্রসবের সময় হয়েছে। হয়তোবা আমার গণনায় ভুল ছিল। বাবার বাড়িতে গিয়ে সন্তান জন্ম দেওয়ার কথা ভেবেছিলাম। তাই স্বামীকে সঙ্গে নিয়ে বাবার বাড়ি যাচ্ছিলাম। ধন্যবাদ জানাই প্রসবের সময় পুলিশের সহযোগিতার জন্য।’

স্বামী উজ্জ্বল হোসেন জানান, সন্তান প্রসবের কথা চিন্তা করে স্ত্রীকে নিয়ে রাজশাহীতে শ্বশুরবাড়ির উদ্দেশে সকালে বাড়ি থেকে বের হয়ে ঈশ্বরদী রেলস্টেশনে পৌঁছান তিনি। এরই মধ্যে স্ত্রীর প্রসবব্যথা অনুভব করলে রেল পুলিশকে বিষয়টি জানান তিনি। তখন তাঁরা তাৎক্ষণিক স্টেশনেই সন্তান প্রসবের ব্যবস্থা করেন।

স্থানীয় একটি ক্লিনিকের (আকলিমা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক) গাইনিবিষয়ক চিকিৎসক রাবেয়া বসরী রোজি বলেন, প্রসবের পর মা ও শিশুকে তাঁদের ক্লিনিকে আনা হয়।

ঈশ্বরদী রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, তিনি হঠাৎ খবর পান যে এক নারী প্রসব বেদনায় স্টেশনে অসুস্থ হয়ে পড়েছেন। তাৎক্ষণিক থানার ওসির সহযোগিতায় দুজন নারী কনস্টেবলকে ওই নারীকে সহযোগিতার জন্য পাঠানো হয়। তাঁরা সন্তান প্রসবের জন্য প্রসূতিকে সব ধরনের সহযোগিতা করেন। এতে নিরাপদে সন্তান প্রসব হয়। পরবর্তীকালে মা ও নবজাতককে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ