আফরান নিশো ও সাবিলা নূর জুটি হয়ে অভিনয় করেছেন ‘ক্রস কানেকশন’ নাটকে। জাকারিয়া সৌখিন নির্মিত এ নাটকে দেখানো হয়েছে ল্যান্ডফোনের দিনগুলোর গল্প। নাটকের গল্প প্রসঙ্গে নির্মাতা জানিয়েছেন, প্রতি জন্মদিনেই তূর্যর মন খারাপ থাকে। কারণ তাকে জন্ম দিতে গিয়েই তার মা মারা যান। তাই জন্মদিন এলেই বাবা তাকে বিভিন্নভাবে হাসিখুশি রাখার চেষ্টা করেন। এমনই এক জন্মদিনে তূর্য দেখা পায় একটি মেয়ের। এস কে সাহেদ আলী প্রযোজিত নাটক ‘ক্রস কানেকশন’ শিগগিরই দেখা যাবে সিএমভির ইউটিউব চ্যানেলে।