বছরের পর বছর পছন্দের বই ভালো রাখার জন্য নিয়মিত যত্ন নেওয়া প্রয়োজন। আপনি পড়েছেন বলেই বইয়ের আবেদন শেষ হয়ে যায়নি। আপনার পরবর্তী প্রজন্মের কাছে বইগুলো হয়ে উঠতে পারে অমূল্য সম্পদ।
নোংরা হাতে বই ধরবেন না। বইয়ের পৃষ্ঠা ময়লা হয়ে যাবে।
কোথায় পড়া শেষ হয়েছে তা মনে রাখার জন্য পাতার ওপরের অংশ ভাঁজ করে রাখবেন না। পেজ মার্কার ব্যবহার করুন।
দীর্ঘদিন ভালো রাখতে প্লাস্টিকের কভার দিয়ে বই মুড়ে রাখুন।
নিয়মিত রোদ পড়ে এমন জায়গা থেকে বই দূরে রাখুন। রোদ পড়লে বইয়ের পাতা দ্রুত হলদে হয়ে যায়। বইয়ের রঙের উজ্জ্বলতাও কমে।