নোয়াখালীর হাতিয়ায় ৩৪৩টি ইয়াবাসহ মো. রুবেল (৩১) নামের এক যুবককে আটক করেছে কোস্টগার্ড।
গতকাল সোমবার দুপুরে উপজেলার ওচখালী বাজারের একটি চায়ের দোকান থেকে তাঁকে আটক করা হয়। তিনি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চরকৈলাশ গ্রামের বাসিন্দা।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট খন্দকার শাফকাত হোসেন আজকের পত্রিকাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি দল অভিযান পরিচালনা করে ওচখালী বাজারের একটি চায়ের দোকান থেকে ইয়াবাসহ রুবেলকে আটক করা হয়।
তিনি এ সময় ইয়াবা বিক্রি করার জন্য চায়ের দোকানে অবস্থান করছিলেন। গতকাল বিকেলে রুবেলকে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে কোস্টগার্ড বাদী হয়ে হাতিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করে।