হোম > ছাপা সংস্করণ

২৮ মার্চ গণশুনানিতে যাচ্ছে দুদক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দীর্ঘ বিরতির পর আবারও শুরু হচ্ছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) গণশুনানি। করোনাভাইরাস সংক্রমণের কারণে গেল দুই বছর এই কার্যক্রম অনেকটা থমকে ছিল। তবে এখন থেকে নিয়মিত শুনানির আয়োজন করবে সংস্থাটি। ২৮ মার্চ রংপুর জেলা দিয়ে শুরু হবে সাধারণ মানুষের কাছ থেকে সরাসরি অভিযোগ গ্রহণ ও তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার এই কার্যক্রম।

দুদকের জনসংযোগ বিভাগের কর্মকর্তা শাফিউল্লাহ আদনান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২৮ মার্চ রংপুরে দুদকের গণশুনানি অনুষ্ঠিত হবে। ওই দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্থাটির কমিশনার (তদন্ত) জহুরুল হক। সকাল ১০টা থেকে রংপুর টাউন হল অডিটোরিয়ামে গণশুনানি কার্যক্রম শুরু হবে।

শাফিউল্লাহ জানান, ‘তথ্য পাওয়া আমার আইনি অধিকার’, ‘দুর্নীতিমুক্ত দেশ আমার সাংবিধানিক অধিকার’, ‘সেবা পাওয়া আমার নাগরিক অধিকার’-এই স্লোগান নিয়ে রংপুরে শুরু হচ্ছে এবারের গণশুনানি কার্যক্রম।

দুদক জানিয়েছে, রংপুর মহানগরীর সরকারি যেকোনো অফিসে সেবা পেতে হয়রানির শিকার ভুক্তভোগীদের অভিযোগ জানাতে বলা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে অবস্থিত অস্থায়ী অভিযোগ বুথে ২৭ মার্চ বিকেল ৫টা পর্যন্ত অভিযোগ জমা দেওয়া যাবে। নির্ধারিত বুথ ছাড়াও রংপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. আকবর হোসেন, দুদক সমন্বিত জেলা কার্যালয় রংপুরের সহকারী পরিচালক মো. হোসাইন শরীফ ও সহকারী পরিদর্শক মো. মোস্তাফিজুর রহমানের কাছে অভিযোগ জানানো যাবে।

অভিযোগের বিষয়ে দুদক জানায়, এবারের শুনানিতে রংপুর সিটি করপোরেশন, পাসপোর্ট অফিস, সিভিল সার্জনের কার্যালয়, উপজেলা ভূমি অফিস, পল্লিবিদ্যুৎ সমিতি, কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ এবং কাস্টম, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট বিষয়ে অভিযোগ জানানো যাবে।

এ ছাড়া গণপূর্ত বিভাগ, সড়ক ও জনপথ, প্রাণিসম্পদ অধিদপ্তর, জোনাল সেটেলমেন্ট অফিস, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়, সমাজসেবা অফিস, বন বিভাগ, রংপুর মেডিকেল কলেজ, বিআরটিএ, খাদ্য বিভাগ, রেলওয়ে স্টেশন, আয়কর বিভাগ, এলজিইডি, বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ, মৎস্য বিভাগ, সাব-রেজিস্ট্রি অফিস, সমবায় অফিস, শিক্ষা অফিস ও নির্বাচন অফিসসহ রংপুর মহানগরীর অন্যান্য সরকারি দপ্তরের সেবা পেতে হয়রানি ও ভোগান্তি নিয়ে অভিযোগ করা যাবে।

দুদক ২০১৪ সালে ময়মনসিংহের মুক্তাগাছা থেকে গণশুনানির যাত্রা শুরু করে। কমিশনের নিজস্ব অর্থায়নে পরিচালিত এ শুনানি কার্যক্রমে বেশির ভাগ অভিযোগই থাকে পরিষেবা বিষয়ক। শুনানির সময় আইনগত সুযোগ থাকলে কিছু অভিযোগ ওই দিনই নিষ্পত্তি করা হয়।

দুদকের পরিসংখ্যান বলছে, ২০১৭ সালে ৪০, ২০১৮ সালে ২৭, ২০১৯ সালে ৩৮, ২০২০ সালে পাঁচ ও ও ২০২১ সালে একটি শুনানি হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ