বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটে ‘ফরচুন বরিশাল’ দলের অফিশিয়ালি মালিকানা অর্জন করেছেন ফরচুন গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান মো. মিজানুর রহমান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা গত সোমবার এক চিঠির মাধ্যমে ‘ফরচুন বরিশাল’ দলের অফিশিয়াল মালিকানা ফরচুন গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান মিজানুর রহমানকে প্রদান করেন।
মিজানুর রহমান জানান, ২০২২ সালে অনুষ্ঠিত বিপিএল ক্রিকেটে ফরচুন বরিশাল দলের নেতৃত্ব দেবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কোচের দায়িত্বে থাকবেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালিদ মাহমুদ সুজন ও কোচ প্যানেল থাকবেন প্রখ্যাত কোচ নাজমুল আবেদীন ফাহিম।
ফরচুন গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপক মো. জাকির হোসেন জানান, ‘ফরচুন বরিশাল’ গত বছর (২০২০) দল গঠনের পর প্রথমবার বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে বরিশাল বিভাগের প্রতিনিধিত্ব করে। আগামী জানুয়ারিতে অনুষ্ঠেয় বিপিএল ক্রিকেটে ‘ফরচুন বরিশাল’ অংশ নেবে।’