হোম > ছাপা সংস্করণ

শখের কচু ১১০ কেজি

উজিরপুর প্রতিনিধি

উজিরপুরে ১১০ কেজি ওজনের সাহেবি কচু ফলিয়ে তাক লাগিয়ে দিয়েছেন এক ইলেকট্রিক ব্যবসায়ী। কচুটির উচ্চতা ১১ ফুট। চওড়ায় আড়াই ফুট।

উজিরপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মৃত আবুল হোসেন সরদারের ছেলে মো. খলিলুর রহমান সরদার ২০১৮ সালে শখের বশে উজিরপুর বাজারে নিজের ব্যবসা প্রতিষ্ঠানের পেছনে একটি সাহেবি কচুর চারা রোপণ করেন। তবে তখন তিনি ভাবেননি গায়ে-গতরে বিশাল হয়ে উঠবে ওটা। তাঁকে চমকে দিয়ে একপর্যায়ে কচুটির আকার এবং আকৃতি এতটা বড় হয়ে যায় যে কোনোভাবেই একে দাঁড় করে রাখা সম্ভব হচ্ছিল না। গত রোববার কচুটিকে গোড়া থেকে কেটে ওজন করেন তিনি। এ সময় এর ওজন হয় প্রায় ৩ মণ অর্থাৎ ১১০ কেজি এবং লম্বা ১১ ফুট। এটি বহন করতে চারজন লোকের প্রয়োজন হয়। মুহূর্তের মধ্যে বিষয়টি ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। উৎসুক জনতা ভিড় জমান সেখানে কচুটি দেখতে।

এ ব্যাপারে চাষি খলিলুর রহমান বলেন, ‘শখের বশে কচুর চারাটি রোপণ করেছিলাম। এটি অনেক বড় হওয়ায় খুব ভালো লাগছে। ভবিষ্যতে আরও কিছু সাহেবি কচু লাগানোর চেষ্টা করব।’

স্থানীয় গার্মেন্টস ব্যবসায়ী শামীম হোসেন জানান, বাজারে এই সাহেবি কচু ৩০ থেকে ৪০ টাকা কেজিতে বিক্রি হয়। এর মূল্য আনুমানিক প্রায় ৫ হাজার টাকা।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. তৌহিদ বলেন, ‘অতি দ্রুত কার্যালয়ের কর্মকর্তাদের পাঠিয়ে খোঁজ খবর নেওয়া হবে। বিশাল আকারের এই কচুটির কথা শুনেছি। সুযোগ পেলে ঢাকা আন্তর্জাতিক কৃষি মেলায় নেওয়ার চেষ্টা করব।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ