সখীপুরে সাবু মিয়া (৪৭) নামের এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গত রোববার ভোরে উপজেলার হতেয়া রাজাবাড়ী গ্রামের সাতবাড়িয়া এলাকায় ঘটনাটি ঘটে।
পুলিশ জানায়, সাবু মিয়া দীর্ঘদিন আগে মানসিক ভারসাম্য হারান। ফলে তাঁর স্ত্রী তাঁকে রেখে বাবার বাড়ি চলে যান। তাঁদের সংসারে কোনো সন্তানও ছিল না। সম্প্রতি তিনি পেটের পীড়ায় ভুগছিলেন।
পুলিশ আরও জানায়, গত রোববার ভোরে বাড়ির পাশের একটি গাছে সাবু মিয়ার ঝুলন্ত লাশ দেখতে পান স্বজনেরা।
সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. জয়নাল আবেদীন আজকের পত্রিকাকে বলেন, ‘স্থানীয় বাসিন্দারা বিষয়টি আত্মহত্যা বলেই দাবি করেছেন। এ ছাড়া পরিবারের কারও অভিযোগ না থাকায় লাশটি দাফন করার অনুমতি দেওয়া হয়েছে।’