চীনের দুঃখ যদি হয় হোয়াংহো তবে পিএসজির দুঃখ মিউনিখ। ২০২০ সালে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলে ফরাসি চ্যাম্পিয়নরা। সেই ফাইনালে বায়ার্নের বিপক্ষে হেরে শিরোপা স্বপ্ন বিসর্জন দেন নেইমার-কিলিয়ান এমবাপ্পেরা।
ইউরোপের মুকুট জয়ের স্বপ্নে লিওনেল মেসি-সার্জিও রামোসদের মতো তারকাদের এনে গত মৌসুম থেকে পিএসজির মালিক নাসের আল-খেলাইফি তারকার হাট বসিয়েছেন প্যারিসে। কোচ মাউরিসিও পচেত্তিনোকে ছাঁটাই করে নিয়োগ দিয়েছেন ক্রিস্তোফ গালতিয়েরকে। কিন্তু এবারও বায়ার্ন বাধা পার হওয়া হলো না। বায়ার্নের মাঠ অ্যালিয়েঞ্জ অ্যারেনায় ২-০ গোলে হেরে টানা দ্বিতীয়বার শেষ ষোলোতে থামল পিএসজি।