কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ২০২২ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী ১৩ ডিসেম্বর ভোটগ্রহণ করা হবে।
গতকাল রোববার ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের অধ্যাপক শেখ মকছেদুর রহমান এবং গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মো. গোলাম মর্তুজা তালুকদার ও প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মো. মুর্শেদ রায়হান স্বাক্ষরে এ তফসিল ঘোষণা করা হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন অধ্যাপক শেখ মকছেদুর রহমান।
তফসিল অনুযায়ী, কমিটির মেয়াদ হবে ১ জানুয়ারি ২০২২ থেকে ৩১ ডিসেম্বর ২০২২ পর্যন্ত। ৭ ডিসেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ এবং একই দিন মনোনয়নপত্র বিক্রি শুরু হবে। ৮ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিল, বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ, মনোনয়নপত্র প্রত্যাহার এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
এরপর ১৩ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে সকাল সাড়ে ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত চলবে। একই দিন প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে এবং চূড়ান্ত ফলাফল পেতে ১৫ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে।