টানা ছুটিতে বান্দরবানে বিপুলসংখ্যক পর্যটক আগমনের সুযোগকে বিভিন্ন আবাসিক হোটেল, রিসোর্টে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। এ ছাড়া পর্যটক বহন করা গাড়ি, অটোরিকশা, ইজিবাইক ও রিকশা ভাড়াও অতিরিক্ত নেওয়ার অভিযোগ করছেন পর্যটকেরা। এ ঘটনায় হোটেল-রেস্টুরেন্টগুলোকে সতর্ক করেছে বান্দরবান টুরিস্ট পুলিশ। গতকাল শনিবার সকাল ১০টার পর নিজেদের ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে ওই বার্তা দেয়।
বান্দরবান টুরিস্ট পুলিশের ফেসবুক পেজে বলা হয়, ‘বান্দরবান পার্বত্য জেলায় ভ্রমণ করার সময় রেস্টুরেন্ট, হোটেল কিংবা রিসোর্টে নির্ধারিত সেবা মূল্যেও বেশি দাবি করলে, টুরিস্ট পুলিশ বান্দরবান জোনকে আপনার অভিযোগ জানান।’
টুরিস্ট পুলিশের বান্দরবান জোনের ইনচার্জ মো. আমিনুল হক বলেন, বান্দরবান পর্যটন শহর হিসেবে গড়ে উঠেছে। এখানে দেশের বিভিন্ন অঞ্চল, এমনকি বিদেশ থেকেও পর্যটকেরা আসেন। এই সুযোগ কাজে লাগিয়ে যাতে কেউ ফায়দা লুটতে না পারে এ ব্যাপারে সবাইকে সজাগ থাকা প্রয়োজন।
আমিনুল হক বলেন, ‘আমরা চাইছি পর্যটকের অধিক আগমনের সুযোগ নিয়ে যাতে কেউ স্বাভাবিক সময়ের চেয়ে অধিক দাম আদায় করতে না পারে। যদি এমন অভিযোগ পাওয়া যায়, তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে পর্যটক বহন ব্যবহৃত জিপ, নোয়া মালিক সমিতির পক্ষ থেকে শহরে মাইকিং করে জানানো হয়েছে, সমিতি নির্ধারিত ভাড়ার বেশি কোনো চালক বা মালিক পক্ষ দাবি করলে, পর্যটকদের অতিরিক্ত ভাড়া না দিয়ে সমিতির কাছে অভিযোগ জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।
এ দিকে একাধিক পর্যটক অভিযোগ জানিয়েছেন, শহরে কয়েকটি হোটেল অতিরিক্ত ভাড়া দাবি করছে এবং খাবার হোটেলগুলো অস্বাভাবিক দাম আদায় করছে।