চতুর্থ ধাপে অনুষ্ঠেয় বাঘার আড়ানী, বাউসা ও চকরাজাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের দিন ছিল গতকাল সোমবার। এ তিনটি ইউনিয়নের নির্বাচনে ১৫ জন চেয়ারম্যান, সাধারণ সদস্য পদে ৯১ জন ও সংরক্ষিত আসনে ২০ জনসহ মোট ১৩৬ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয় এ দিন।
যাচাই-বাছাই শেষে চকরাজাপুর ইউনিয়নের বিএনপির স্বতন্ত্র প্রার্থী মোজাম্মেল হক ও আড়ানী ইউনিয়নের হামিদুল হক এবং চকরাজাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদের প্রার্থী হেলাল শেখের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। মনোনয়ন দাখিলের সময় বিধি অনুযায়ী কাগজপত্র জমা না দেওয়ায় মনোনয়নপত্র বাতিল করা হয় তাঁদের।