রংপুর বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা আবার বেড়ে গেছে। এক দিনে মারা গেছেন তিনজন। একই সময়ে ৬৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
গতকাল রোববার রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মোতাহারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
স্বাস্থ্য বিভাগ এর আগে টানা তিন দিন একজন করে মারা যাওয়ার খবর দিয়েছিল। তার আগে টানা তিন দিন ছিল মৃত্যুশূন্য।
ডা. মোতাহারুল জানান, গত শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ১ হাজার ৩২৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্তের হার ছিল ৫ দশমিক ১৪ শতাংশ।
নতুন মৃতদের মধ্যে রংপুর, পঞ্চগড় ও কুড়িগ্রাম জেলার একজন করে রয়েছেন। এ নিয়ে বিভাগে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১ হাজার ২২৪ জনে দাঁড়াল।
করোনার সূচনালগ্ন থেকে এ পর্যন্ত বিভাগে ২ লাখ ৭২ হাজার ৯০৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৫৪ হাজার ৫৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন আরও ১১৫ জন। এ নিয়ে মোট এখন পর্যন্ত মোট সুস্থ হলেন ৫১ হাজার ১০০ জন।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মোতাহারুল বলেন, করোনা মহামারির বিস্তার রোধে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। অন্যথায় ভাইরাসটির সংক্রমণ ঠেকানো কঠিন হয়ে যাবে।